আন্তর্জাতিক ডেস্ক : একটি গুলিও চলেনি। কিন্তু চলতে পারে, সেই শঙ্কাতেই ধস নামলো গতকাল দেশটির বৃহৎ করাচির শেয়ার বাজারে। কাশ্মিরের উরি হামালার পর ভারতের হুমকিতে ভালই নাড়াচাড়া পড়েছে পাকিস্তানে। ভয়ের হাওয়াটা তৈরি করে দিয়েছে পাকিস্তানী সামরিক বাহিনীই।
সেখানে আকাশপথে যুদ্ধের মহড়া। উড়ছে সেনাবাহিনীর বিমান। সময় সময় হাইওয়েতেও নাকি নামছে পাক-বিমান! অধিকৃত কাশ্মীর সহ উত্তর পাকিস্তানে বিমান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই জিগিরেই বুধবার পড়ে যায় দেশটির শেয়ার বাজার। করাচি স্টক এক্সচেঞ্জে (কে এস ই) শেয়ারের দাম ১.৪১ শতাংশ পড়ে— ৪০ হাজারের নিচে চলে যায় সূচক।
পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, গিলগিট–বালুচিস্তান, চিত্রল এবং এম১ এবং এম২ সড়ক বন্ধ করে মহড়া চালাচ্ছে দেশটির বিমানসেনা। পেশোয়ার থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত ১৫৫ কিলোমিটার রাস্তা এম-১। রাওয়ালপিন্ডিতেই রয়েছে পাকিস্তান সেনার সদর দপ্তর। অপরদিকে, ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত ৩৭৫ কিমি সড়কপথ এম-২ নামে পরিচিত। ভারতের অমৃতসর থেকে এর দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার।
সূত্রের খবর, সড়ক পথ বন্ধ করে সেখানে মহড়া সারছে বিমানসেনা। তবে এই ঘটনাকে স্বাভাবিক বলেই দাবি করা হয়েছে। বলা হয়েছে, ‘প্রত্যেক পাঁচ বছরে এমনটা করা হয়। পরবর্তী পরিকল্পনা করার আগে এটাই সবথেকে বড় মহড়া।’ তবে প্রাথমিকভাবে এই মহড়ার কথা স্বীকার করা হয়নি। রাস্তা বন্ধ করার কারণ হিসেবে ‘নির্মাণ কাজ’–এর কথা জানানো হয়েছিল।
আকাশপথ বন্ধ থাকায় ইসলামাবাদ থেকে গিলগিট এবং স্কার্দুর বিমান চলাচল বন্ধ। আর সেনাবাহিনীর অতি সক্রিয়তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। কে এস ই–র ৫৬৯ পয়েন্ট পড়ে ৩৯,৭৭১.৪২–এ স্থির হয়। ছোট বিনিয়োগকারীরা বাজার থেকে রুপি তুলে নেওয়াতেই এই অবস্থা। ব্যাঙ্ক, কোম্পানি, মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম একই রয়েছে। তবে করাচি শেয়ার বাজারে ছোট বিনিয়োগকারীরাই বেশি।
কে এস ই–র চেয়ারম্যান আরিফ হাবিব বলেছেন ইলেক্ট্রনিক সংমাধ্যম ভারত–পাকিস্তানের উত্তেজনা নিয়ে খবর এমনভাবে পরিবেশন করছে যাতে মনে হচ্ছে যুদ্ধ লাগল বলে। তারই বিরূপ প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বৃহস্পতিবার অবশ্য কিছুটা উঠেছে করাচি শেয়ার বাজার। ভারতে এদিন বেশ তেজি শেয়ার বাজার।
মার্কিন যুক্তরাষ্ট্র সুদের হার না বাড়ানোয় সেনসেক্স এবং নিফটির উঠেছে। দিনের শেষে সেনসেক্স ৩৫০ পয়েন্ট বেড়ে ২৮,৭৭৩–এ স্থির হয়। অপরদিকে নিফটিও ৫০ পয়েন্ট বেড়ে ৮৮৬৭ পয়েন্টে থামে। আজকাল
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি