 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : উরি-হামলার প্রসঙ্গে নওয়াজ শরিফের পেশ করা সম্ভাব্য যুক্তিকে তুলোধনা করল ভারত। নাম না করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নয়াদিল্লির বার্তা, বাজে অজুহাত দিয়ে লাভ নেই।
উরিতে জঙ্গিহামলার কারণে আন্তর্জাতিক মহলে প্রায় একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। হামলাকারীরা যে পাকিস্তান থেকেই এসেছিল, তা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। পাশাপাশি, জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র থেকে শুরু করে ওযুধপত্রও সব পাকিস্তানেই তৈরি। ফলে, এই হামলায় পাক-যোগের তত্ত্ব স্পষ্ট হওয়ার পর থেকেই নওয়াজের ওপর চাপ বাড়তে শুরু করে।
এই পরিস্থিতিতে ঘাড় থেকে দায় ঝাড়ার চেষ্টা করতে এবং নিজেদের নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। সেই প্রেক্ষিতে নিজেদের সাফাই গাইতে গিয়ে উরিকাণ্ডকে ‘কাশ্মীর পরিস্থিতির ফল’ বলে উল্লেখ করেছিলেন পাক প্রধানমন্ত্রী।
জাতিসংঘের চলতি সাধারণ সভায় বক্তব্য রাখার পর ফেরার পথে লন্ডনে সাংবাদ সম্মেলনে শরিফ বলেছিলেন, গত দুমাস ধরে কাশ্মীরীদের ওপর এত নির্যাতন চলেছে, তার ফলস্বরূপ সাধারণ মানুষ বিদ্রোহ শুরু করেছে।
এদিন, পররাষ্ট্রমন্ত্রী এম জে আকবর বলেন, পাকিস্তানের এই অজুহাত এতটাই ঠুনকো যে জাতিসংঘে তা গৃহীত হয়নি। এটা নিউইয়র্কে কাজ করেনি, লন্ডনেও করবে না। এমনকী তা ইসলামাবাদেও যে কাজ করবে না, তাও জানিয়ে দেন আকবর।
আকবরের দাবি, কাশ্মীর ইস্যুতে অধিকাংশ দেশই ভারতের দাবি এবং অবস্থানকে স্বাগত জানিয়েছে। ভারত যে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অত্যন্ত সহযোগিতাপূর্ণ এবং যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করেছে, তাও স্বীকার করেছে সব দেশ বলে দাবি করেন আকবর।
এদিকে, আগামীকাল সাধারণ সভায় বক্তব্য পেশ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শনিবার দুপুরে (স্থানীয় সময়) তিনি নিউইয়র্কে পৌঁছন। সেখানে নওয়াজ শরিফকে কড়া বার্তা দেবে নয়াদিল্লি, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।
২৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই