আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীর এক বিমান মহড়ারত অবস্থায় বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ফ্লাইট ল্যাফটেন্যান্ট ইমরান শাহজাদ নিহত হন।
নিয়মিত অনুশীলনের সময় ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ২৪ সেপ্টেম্বর রোরবার পাকিস্তানের সীমান্তবর্তী জমরুদের পাহাড়ি অঞ্চলে এফ-৭ নামের ওই বিমানটি বিধ্বস্ত হয়।
এক্সপ্রেস নিউজের খবরে বলা হয়, সেনাবাহিনীর এফ-৭ বিমানটি নিয়মিত মহড়ায় অংশ নিয়েছিল। হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়।
তখন বিমানটি ছিল একটি ঘনবসতিপূর্ণ এলাকার উপর। যেখানে বিধ্বস্ত হলে পুরো বসতি বিধ্বস্ত হতো এবং অনেক মানুষ হতাহতের শিকার হতেন। এ পরিস্থিতি দেখে পাইলট বিমান থেকে না নেমে স্পিড বাড়িয়ে দেন। এতে করে বিমানটি বসতিপূর্ণ এলাকার ২৫ মিটার দূরে গিয়ে ভূপাতিত হয়।
এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরীফ, সেনাপ্রধান রাহেল শরীফ এবং বাণিজ্যমন্ত্রী ইসহাক দার দুঃখ প্রকাশ করেছেন।
আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটির পাইলট লেফটেন্যান্ট ওমর শাজাদ দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমান বিধ্বস্তের কারণ সাথে সাথে তদন্ত কমিটি গঠন করেছে পাকিস্তান বিমানবাহিনী।
কর্মকর্তারা বলছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। রাজনৈতিক প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, সোয়াত ও লেভিসের কর্মকর্তাদের একটি দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, স্থানীয়রা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
গত বছর পাকিস্তানের মাসতুংয়ের কাছে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ওই সময় কর্মকর্তারা জানান, নিয়মিত অনুশীলনের সময় যুদ্ধবিমান এফ৭-পিজি বিধ্বস্ত হয়। সূত্র : এক্সপ্রেস নিউজ
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম