আন্তর্জাতিক ডেস্ক : দেশের সকল মুসলিমদের সামনে সরকারের হয়ে সদর্থক বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন কোঝিকোড়ে দলীয় সম্মেলনে মুসলিম সম্প্রদায়কে কাছে টানতে বিজেপির অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন মোদি। বলেন, দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন, মুসলিমরা কোনো ‘ভোটের বিষয়’ নয়। না ওরা কোনো ‘ঘৃনার পাত্র’।
দীনদয়ালকে উদ্ধৃত করে মোদি আরো বলেন, মুসলিমদের পুরস্কার বা তিরষ্কার করা উচিত নয়। তাদের ক্ষমতায়ণ করতে হবে। তাদের আপন করে নিতে হবে।
এদিন মোদি মনে করিয়ে দেন, সরকারের ‘সবকা সাথ সবকা বিকাশ’ বা সকলের সঙ্গে, সকলের উন্নয়ন মিশন কোনো রাজনৈতিক স্লোগান নয়। তা হলো দেশবাসী এবং সমাজের প্রত্যেক মানুষের উন্ননের প্রতি সরকারের দায়বদ্ধতার অঙ্গীকার।
এদিন দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে ধর্মনিরপেক্ষতা, ভারসাম্যের উন্নয়ন এবং নির্বাচনী সংস্কার নিয়ে কথা বলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, আজকাল জাতীয়তাবাদের সংজ্ঞাও বদলে গিয়েছে।-এবিপি আনন্দ
২৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই