সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৩৬:০১

পাকিস্তানের বিরুদ্ধে ‘সুপরিকল্পিত কুৎসা’‌ ছড়াচ্ছেন মোদি!

পাকিস্তানের বিরুদ্ধে ‘সুপরিকল্পিত কুৎসা’‌ ছড়াচ্ছেন মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের ব্যর্থতায় হতাশ হয়েই পাকিস্তানের বিরুদ্ধে ‘‌সুপরিকল্পিত কুৎসা’‌ ছড়াচ্ছে দিল্লি। অভিযোগ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের। কেরালার কোঝিকোডের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করছে। উরি হামলার পরও তিনি জানিয়েছিলেন, ১৮জন সেনার মৃত্যু ব্যর্থ হবে না। কালও বলেন সে কথা।

তার জবাবে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে আজ বিবৃতি দেওয়া হয়, ‌ভারতের শীর্ষনেতারা অনবরত পাকিস্তানের বিরুদ্ধে অবমাননাকর প্রচার চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করেই বিবৃতিতে বলা হয়, ‘‌সর্বোচ্চ রাজনৈতিক স্তর’‌ থেকে দেখা যাচ্ছে এই দায়িত্বজ্ঞানহীন আচরণ। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।

জাতিসংঘের ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন, কাশ্মীরে ভারতীয় সেনার নাশকতা থেকে মুখ ঘোরাতেই পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে ভারত। আজ আবার সেই অভিযোগই করেছে পাকিস্তান। গত ৭৫ দিনে ভারতীয় সেনার গুলিতে ১০০ জন ‘‌শহিদ’‌ হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি।

তাছাড়া হাজার হাজার মানুষ অন্ধ হয়েছেন, আহত হাজার ছাড়িয়েছে। পাকিস্তানেও ভারত অশান্তির পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। ‌‌

২৬ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে