আন্তর্জাতিক ডেস্ক:শনিবারই কোঝিকোড়ে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর আহ্বানে সাড়া দিয়ে বণিক সভা অ্যাসোচ্যাম জানিয়ে দিল যে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কোনও সম্পর্কই প্রায় ভারতের নেই। বিশ্ব বাজারে ভারত যে পরিমাণ ব্যবসা করে, তার আধ শতাংশেরও কম পাকিস্তানের সঙ্গে হয় বলে রবিবার প্রেস রিবিজে জানিয়েছে অ্যাসোচ্যাম।
২০১৫-১৬-য় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত মোট ব্যবসা করেছে ৬৪১ বিলিয়ন ডলারের। তার মধ্যে পাকিস্তানের সঙ্গে ভারতের ব্যবসার পরিমাণ মাত্র ২.৬৭ বিলিয়ন ডলার। অর্থাত্ বিশ্ব বাজারে ভারতের মোট ব্যবসার মাত্র ০.৪১% পাকিস্তানের সঙ্গে হয়েছে।
প্রতি বছরের মতো নভেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত হতে চলেছে বার্ষিক আন্তর্জাতিক ট্রেড ফেয়ার। এখানে পাকিস্তানের কয়েকজন প্রতিনিধি থাকেন। এ বছর তাও থাকবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। অ্যাসোচ্যাম বলেছে যে ইন্ডিয়া.আইএনসি পুরোপুরি ভাবে নরেন্দ্র মোদী পাশে রয়েছে। দেশের স্বার্থ রক্ষায় বণিকসভা সম্পূর্ণ সাহায্য করবে বলে জানিয়েছে অ্যাসোচ্যাম।-এই সময়
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ