সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:২১:৫৯

বিএসএফের হাতে গ্রেফতার লস্কর প্রধানের নিরাপত্তারক্ষী!

বিএসএফের হাতে গ্রেফতার লস্কর প্রধানের নিরাপত্তারক্ষী!

আন্তর্জাতিক ডেস্ক : পরিচয় মিলল বিএসএফ জওয়ানদের হাতে গ্রেফতার হওয়া পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীর। কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে হামলার পরে তাকে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের আখনুর সেক্টর থেকে গ্রেফতার করে বিএসএফ। তার নাম আব্দুল কায়ুম। পিতার নাম ভাগ আলি। সিয়ালকোটের এই বাসিন্দা খুব সাধারণ মানুষ নয়।

ভারতীয় গণমাধ্যমের দাবি, খোদ হাফিজ সৈয়দের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিল এই আব্দুল কায়ুম। লস্কর ই তোইবা প্রধানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে গত চার বছর ধরে নিযুক্ত ছিল এই আব্দুল কায়ুম। একইসঙ্গে সীমান্তের এই আখনুর সেক্টর দিয়ে ভারতে জঙ্গি প্রবেশের গুরু দায়িত্বও ছিল তাঁর কাঁধে। গত এক বছর ধরে ভারতে জঙ্গ ঢোকানোর কাজটি করছিল সে। জেরায় সে জানিয়েছে যে গত এক বছরে ভারতে চার জন জঙ্গিকে ঢুকিয়েছে আব্দুল কায়ুম।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে