আন্তর্জাতিক ডেস্ক: মাকে অপমান করা হয়েছে- এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না ২০ বছরের তরুণ ছেলে। তাই প্রতিশোধ নিতে তলোয়াড় নিয়ে ফিল্মি কায়দায় দেওয়াল বেয়ে প্রতিবেশীর ফ্ল্যাটে পৌঁছানোর চেষ্টা। কিন্তু প্রতিশোধ নেয়া আর সম্ভব হয়নি। অধিকন্তু তার স্থান হয়েছে থানায়।
গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের ভায়ান্ডারে এভায়ান্ডারের প্ল্যানেটোরিয়া কমপ্লেক্স আবাসনের ঘটনা এটি।
পুলিশ সূত্রের খবর, প্রতিবেশী এক মহিলা সামান্য ঝগড়ার পর তার মাকে চড় মেরেছেন। একথা জানতে পেরে ধোনি গোপাল নামে ওই তরুণ তলোয়ার হাতে নিয়ে ওই মহিলার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। ওই মহিলার বাড়িতে পৌঁছান তিনি। কিন্তু ওই মহিলা দরজা না খোলায় ধোনি আবাসনের সামনের দেওয়ালের রেলিং বেয়ে তিনতলায় পৌঁছে যান।
কিন্তু ওই মহিলার বাড়িতে ঢুকতে না পেরে অবশেষে নেমে আসেন তিনি। তবে তার আগে ওই মহিলার অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে দেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই তরুণকে পুলিশের হাতে তুলে দেন। নয়া দিগন্ত
২৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম