বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:১৮:২৭

ইরাকে আরো সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে আরো সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে স্থানীয় সেনাবাহিনীকে সাহায্য করতে আরো ৬০০ স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শেষেই আইএস মোকাবেলায় এই সেনা পাঠানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্মকর্তারা।

এপ্রিলে ইরাক থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার পর তৃতীয়বারের মতো সৈন্য পাঠানোর সিদ্ধান্ত হলো। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এক বিবৃতিতে জানান, আইএস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চাওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আমাদের কোনো সৈন্য পাঠানোর আগে অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেই আমি। কারণ তারা এমন পদক্ষেপ নিচ্ছে যেখান থেকে জীবিত ফিরে নাও আসতে পারে। ‘

প্রাথমিকভাবে মসুল পুনরুদ্ধারে ইরাকি সেনাবাহিনীকে পরামর্শ দিবে মার্কিন সেনারা। পরে অন্যান্যা কাজেও সহায়তা করবে তারা। বুধবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার। রয়টার্স

২৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে