বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৩২:৫৪

ভারতকে উপযুক্ত জবাব দেয়া হবে : নওয়াজ শরিফ

ভারতকে উপযুক্ত জবাব দেয়া হবে : নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : গতরাতে কাশ্মীরের সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বাহিনী। এই হামলায় ৩৮ জঙ্গি এবং ২ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। রাতের অন্ধকারে এমন হামলার ঘটনায় ভারতে পাল্টা হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
 
পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় সেনাদের অভিযানের প্রেক্ষিতে রেডিও পাকিস্তানকে দেয়া প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
 
নওয়াজ শরিফ বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত যে ছায়াযুদ্ধ চালাচ্ছে তার উপযুক্ত জবাব দেয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। এটা পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত। নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনাতেই ভারতীয় সেনারা হামলা করেছে।
 
তিনি আরো বলেন, ভারতের হামলা প্রতিরোধ করার ক্ষমতা পাক সেনাবাহিনীর আছে। পাকিস্তানের চুপ করে থাকাকে কেউ যদি দূর্বলতা বলে মনে করে, তাহলে সেটা ভুল হবে।
 
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে গুপ্ত হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়।
 
এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু'দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ২ পাক সেনা নিহত হয়।-জিনিউজ
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে