আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় আবারো বন্দুকধারীদের হামলা। একটি প্রাথমিক স্কুলে ঢুকে গুলি চালাল এক কিশোর। ঘটনাটি ঘটেছে সাউথ ক্যারোলিনার অ্যান্ডরসন কাউন্টির টাউনভিলে স্কুলে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিশু সহ এক শিক্ষিকা। দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোর বন্দুকধারীকে নিজেদের হেফাজতে নিয়েছে আমেরিকান পুলিশ। কী কারণে এই কিশোর গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে খবর, অন্য কোনো শিশুর আঘাত লাগেনি। তাদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে দেয়া হয়েছে।
গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকবার বন্দুকধারীদের হামলার সম্মুখীন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বারংবার এই ধরনের হামলার ঘটনা বিশেষভাবে চিন্তার ভাঁজ ফেলেছে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের কপালে।
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই