বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:০২:২২

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, খালি করা হলো পাঞ্জাবের সীমান্ত সংলগ্ন গ্রাম

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, খালি করা হলো পাঞ্জাবের সীমান্ত সংলগ্ন গ্রাম

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর কথা প্রকাশ করেছে ভারত। আর তারপরই পাক সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে থাকা পাঞ্জাবের গ্রাম ফাঁকা করে দেয়া হলো। এছাড়া ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিএসএফের অতিরিক্ত বাহিনী।

পাকিস্তানে সেনা অভিযান চালানোর কথা ঘোষণা করার পরই ওইসব এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে বলে খবরে জানা যায়া। বৃহস্পতিবার ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট সেরিমনিও বাতিল করেছে ভারতীয় সেনাবাহিনী। শুধুমাত্র পাঞ্জাব নয়, কাশ্মীর, গুজরাত সব সীমান্ত এলাকাতেই জারি করা হয়েছে ব্যাপক সতর্কবার্তা। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজ। যদিও আশঙ্কার কিছু নেই বলেই জানিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা নিশ্চিত করছে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বুধবার মধ্যরাতে পাকিস্তানে অধিকৃত কাশ্মীরে ঢুকে অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। এই ঘটনায় ২জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছে।-টাইমস অফ ই্ন্ডিয়া
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে