আন্তর্জাতিক ডেস্ক : ফের কাশ্মীরে শুরু হলো সেনা-জঙ্গি গুলির লড়াই। লড়াই চলছে পুঞ্চ সেক্টরে। ঘটনায় আহত হয়েছেন এক ভারতীয় জওয়ান। কয়েকজন জঙ্গির ঢুকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, এই গোলাগুলিতে আহত হয়েছেন একজন স্পেশাল পুলিশ অফিসার। এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।
এদিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যৌথ সাংবাদ সম্মেলনে ডিজিএমও জানান, ‘LoC-র ওপারে ভারতীয় সেনা অভিযানে নিহত হয়েছে বহু জঙ্গি। এইসব জঙ্গিরা ভারতের ঢোকার জন্য ওঁৎ পেতে বসেছিল বলেও দাবি করেছেন তিনি।
জানা গিয়েছে, বুধবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকে ভারতীয় বাহিনী। পাক অধিকৃত কাশ্মীরে থাকা ওইসব জঙ্গিদের আস্তানায় চালানো হয় আক্রমণ। এই অভিযানে ছিল না এয়ার ফোর্স। সারারাত ধরে পুরো অভিযানের তদারকি করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান দলবীর সিং সুহাগ, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর।
এদিন রাতে কোস্ট গার্ডের কমান্ডারদের সঙ্গে নৈশভোজের কথা ছিল পারিক্কর ও দোভালের। সেই নৈশভোজও বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে। প্রধানমন্ত্রী ছাড়াও এই অভিযানের কথা জানানো হয়েছিল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে।-কলকাতা২৪
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই