বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫০:২৬

২২ বছর বয়সী এক ভারতীয় সেনাকে আটক করেছে পাকিস্তান

২২ বছর বয়সী এক ভারতীয় সেনাকে আটক করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল রাতভর পাকিস্তান নিয়ন্ত্রীত কাশ্মীরে জঙ্গি হামলার নাম করে পাক সীমানা অতিক্রম করে হামলা চালায় ভারতীয় বাহিনী। এই হামলায় দুই পাক সেনা নিহত হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সেই হামলার পাল্টা জবাব দিল পাকিস্তান সেনাবাহিনী। পাল্টা হামলায় আট ভারতীয় সেনা নিহত ও এক ভারতীয় সেনাকে জীবন্ত আটক করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
 
নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ডনের অনলাইন সংস্করণে বৃহস্পতিবার রাতে এ খবর প্রকাশ করেছে।
 
ডনের খবরে বলা হয, দুই দেশের সীমান্তের টাট্টা পানি এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ভারতের পক্ষ থেকে এখনো অবশ্য এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
 
আটক ২২ বছর বয়সী ওই সেনার নাম চন্দ্র বাবুলাল চৌহান। ভারতের মহারাষ্ট্রে প্রদেশে তার বাড়ি। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
 
ডনের খবরে আরো বলা হয়, নিহত ওই ভারতীয় সেনাদের মৃতদেহ এখনো সীমান্ত রেখার ওপর পড়ে আছে। পাকিস্তানি সেনাদের দিক থেকে আক্রমণের ভয়ে তাদের মৃতদেহ এখনো উদ্ধার করা হয়নি।
 
পাকিস্তানি টিভি চ্যানেলে জিও নিউজের টকশো ক্যাপিটাল টক’এ সাংবাদিক হামিদ মীর অবশ্য দাবি করেন, দুই সেক্টরের ঘটনায় ১৪ ভারতীয় সেনা নিহত হয়েছে। ওই শোতে উপস্থিত পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক অব. মেজর জেনারেল এজাজ আওয়ান হামিদ মীরের দাবির সতত্যা নিশ্চিত করেন।
 
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে গুপ্ত হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়।
 
এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু'দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ২ পাক সেনা নিহত হয়।
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে