শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৭:৩০

পাকিস্তানের ৯, ভারতের ৮ সেনা নিহত

পাকিস্তানের ৯, ভারতের ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাক-ভারত উত্তেজনার নতুন মোড় নিয়েছে। ‘জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বাহিনীর পরিচালিত হামলা’য় অন্তত ৯ জন পাকিস্তানি সেনার প্রাণহানি হয়েছে বলে নিজস্ব সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস নাউ।

অন্যদিকে পাকিস্তানি বাহিনীর হাতে ৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পাশাপাশি বৃহস্পতিবার এক ভারতীয় সেনাকে আটক করার খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে ভারত সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে নাকি এটি একটি সীমান্ত সংঘর্ষ তা নিয়ে দুই দেশের মতবিরোধ এখনো যায়নি।

ভারতের তরফ থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গিকে নিহতের কথা জানানোর পর পাকিস্তানের তরফ থেকে ভারতীয় সেনা হত্যা ও আটকের কথা জানানো হয়। ভারত সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইকস’ চালানোর কথা বলে হামলার বৈধতা আদায়ের চেষ্টা করলেও তা মানতে নারাজ পাকিস্তান।

‘সার্জিক্যাল স্ট্রাইকস’এর দাবিকে ভিত্তিহীন দাবি করেছে তারা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নয়, আন্তঃ সীমান্ত গোলাগুলিতে তাদের দুই সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। তারা বলছে, যে ভারতীয় সেনারা খুন হয়েছেন তারা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেননি। সীমান্তে দুই দেশের গোলাগুলির কারণে তারা প্রাণ হারিয়েছেন।

ভারতের পক্ষ  থেকে জানানো হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সন্ত্রাসীদের ‘লঞ্চ প্যাডে সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা ওই অভিযান চালিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং বলেছেন, এ হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ওদিকে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র দাবিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে গোলাগুলি হয়েছে। এতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ শুক্রবার মন্ত্রিপরিষদের বৈঠক আহ্বান করেছেন।

পাকিস্তান সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আসলে সীমান্তের দু’পাড়ের মধ্যে গুলিবিনিময় হয়েছে। ইচ্ছাকৃতভাবে একে ভারত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে চালিয়ে দিচ্ছে। পাকিস্তান পরিষ্কার করে জানাচ্ছে যে, যদি পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক হয় তাহলে কড়াভাবে একই রকম জবাব দেয়া হবে। তবে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে দু’জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তারা। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও’র সংবাদ সম্মেলনে ওই অভিযানকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে দাবি করার অল্প পরেই পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বিবৃতিটি দেয়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর একটি ‘রেইড’-এর পাল্টা জবাব দিয়েছে তারা। ভারত বলেছে, যাদের বিরুদ্ধে ওই অভিযান চালানো হয়েছে তারা ভারতে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া, বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের অনলাইন ডন-এর খবরে এসব কথা বলা হয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে