শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৬:৪২

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় অভিযানের ‘ভিডিও ফাঁস’

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় অভিযানের ‘ভিডিও ফাঁস’

আন্তর্জাতিক ডেস্ক : পাক-ভারত উত্তেজনার নতুন মোড় নিয়েছে। ‘জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বাহিনীর পরিচালিত হামলা’য় অন্তত ৯ জন পাকিস্তানি সেনার প্রাণহানি হয়েছে বলে নিজস্ব সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস নাউ।

অন্যদিকে পাকিস্তানি বাহিনীর হাতে ৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পাশাপাশি বৃহস্পতিবার এক ভারতীয় সেনাকে আটক করার খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে ভারত সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে নাকি এটি একটি সীমান্ত সংঘর্ষ তা নিয়ে দুই দেশের মতবিরোধ এখনো যায়নি।

ভারতের তরফ থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গিকে নিহতের কথা জানানোর পর পাকিস্তানের তরফ থেকে ভারতীয় সেনা হত্যা ও আটকের কথা জানানো হয়। ভারত সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইকস’ চালানোর কথা বলে হামলার বৈধতা আদায়ের চেষ্টা করলেও তা মানতে নারাজ পাকিস্তান।

‘সার্জিক্যাল স্ট্রাইকস’এর দাবিকে ভিত্তিহীন দাবি করেছে তারা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নয়, আন্তঃ সীমান্ত গোলাগুলিতে তাদের দুই সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। তারা বলছে, যে ভারতীয় সেনারা খুন হয়েছেন তারা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেননি। সীমান্তে দুই দেশের গোলাগুলির কারণে তারা প্রাণ হারিয়েছেন।

ভারতীয় সেনাদের অভিযানে দুই পাকিস্তানি সেনা সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করলেও নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এই হামলা চালানোর ভারতীয় দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারত কোনও হামলা চালালে একই কায়দায় হামলা চালিয়ে তার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এদিকে নাগরিক সাংবাদিকতাভিত্তিক এক স্বনামধন্য ওয়েবসাইট লাইভ লিক তাদের ওয়েবসাইটে ‘জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বাহিনীর হামলা’র ভিডিও 'ফাঁস' করেছে। লাইভ লিকের এই ভিডিও ভিন্ন কথা বলছে। এতে ভারতীয় সেনা বাহিনীকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যেতে দেখা যাচ্ছে : https://www.youtube.com/watch?v=RcQlVPac_VM। তবে এই ভিডিওয়ের কোন সত্যতা কোন পক্ষ থেকেই নিশ্চিত করা সম্ভব হয়নি। কেউ কেউ বলছে এটি আগের কোনো ভিডিও।

৩০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে