আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি ভূখণ্ডে ভারত 'সার্জিক্যাল স্ট্রাইক' চালানোর দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তা নিশ্চিত করেনি এই বিষয়টি। আর ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
সেইসাথে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানের সাথে উত্তেজনা না বাড়ানোর জন্য ভারতকে সতর্ক করে দিয়েছে।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কিরব বলেন, পাকিস্তান-ভারতের মধ্যকার উত্তেজনার ব্যাপারে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের মধ্যে বৃহস্পতিবার গুলিবিনিময়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
ভারত দাবি করেছে, বৃহস্পতিবার তারা পাকিস্তান ভূখণ্ডে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে। তবে পাকিস্তান মিডিয়া দাবি করেছে, হামলা চালাতে আসা ১৪ ভারতীয় সৈন্য নিহত হয়েছে। আর পাকিস্তানের ২ সৈন্য নিহত হয়েছে। সূত্র : দি নিউজ
৩০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর