আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের মধ্যে সবচেয়ে সাহসী ও শক্তিশালী যোদ্ধাদের দল পাকিস্তানের সামরিক বাহিনী। এই বাহিনীর সেনাদের প্রধান বৈশিষ্ট হলো সর্বোচ্চ শারীরিক সক্ষমতা, পেশাদারিত্ব এবং নিঃশঙ্কচিত্তে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার অ্যাবোটাবাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।
এর আগের দিন রাতে কাশ্মীরের ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরবার দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়।
এ ঘটনাকে 'সার্জিক্যাল হামলা' বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। এতে দুজন পাক সেনা ছাড়াও অন্তত ৪০জন জঙ্গি নিহত হয়েছে।
এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের পাল্টা হামালায় ১৪ জন ভারতীয় সেনা নিহত এবং একজন জীবিত অবস্থায় আটক হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যমমগুলো। তবে এ দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ভারত।
অ্যাবোটাবাদের অনুষ্ঠানে তরুণ পাক সেনাদের শারীরিক নৈপুণ্য এবং যুদ্ধ সামর্থ প্রতিযোগিতা পিএসিইএসের সমাপণী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।
পিএসিইএস প্রতিযোগিতায় ২২টি রেজিমেন্টাল কেন্দ্র থেকে ৪০৬ জন প্রতিযোগী অংশ নেয়।
এতে ৩০ মিনিটে এক হাজার ২১৪টি বুকডন দিয়ে সিপাহী সিরাজ খান, ৬৮টি চিবুক আপ দিয়ে সিপাহী জামাশাইদ খান এবং দুই হাজার ১৩৪টি সিট আপ দিয়ে সিপাহী আকমল হোসেইন চ্যাম্পিয়ন হন।
সবচেয়ে সেরা শারীরিক নৈপুণ্যের জন্য চ্যাম্পিয়ন হন সিপাহী মোহাম্মাদ আসিফ।
পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ উচ্চমানের শারীরিক ফিটনেস এবং পেশাদারিত্ব অর্জনের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং তাদের প্রশিক্ষকদের প্রশংসা করেন। -ডন, যুগান্তর।
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস