আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীকে সরাসরি আক্রমণের জন্য ‘জেহাদি’দের প্রতি আহ্বান জানাল পাকিস্তানের তেহরিক-ই-তালিবান। একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাশ্মীরে জেহাদ চালিয়ে যেতে চায় পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা এই সংগঠনটি। এর অংশ ভারতীয় সেনাদের উপরে হামলা চালানোর আহ্বান জানিয়েছে তারা।
কাশ্মীরের উরি হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যখন টালমাটাল অবস্থায় রয়েছে, তখনই পাক জঙ্গি সংগঠনের তরফে এই বার্তা দেওয়া হল।
আগের মাস পর্যন্তও কাশ্মীরের দিকে নজর ছিল না টিটিপি-র। পাকিস্তান সেনার সঙ্গেই লড়াইয়ের কথা ঘোষণা করেছিল তারা। এবার তাদের নজর পড়ল কাশ্মীরে। জইশ-ই- মহম্মদের সঙ্গে মিলিতভাবে কাশ্মীরে হামলার আহ্বান জানাল তারা।
২০০৭ সালে জন্ম হয় তেহরিক-ই-তালিবানের। মূলত খাাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান সেনার সঙ্গে যুদ্ধ করতে তৈরি হয়েছিল এই গোষ্ঠী। তবে ভারতীয় সেনার আশঙ্কা বাড়িয়ে এবার কাশ্মীরে হামলা চালানোর হুমকি দিল এই জঙ্গি সংগঠন।
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস