শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১৯:১৭

ভারতের সীমান্ত এলাকা খালির নির্দেশ, আঘাত হানবে পাকিস্তান?

ভারতের সীমান্ত এলাকা খালির নির্দেশ, আঘাত হানবে পাকিস্তান?

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই সেদেশের ভেতরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর শল্য অভিযানের (সার্জিক্যাল স্ট্রাইক) অভিযানের প্রত্যাঘাতের আশঙ্কা করভে নয়া দিল্লি। তাই সীমান্তে কার্যত যুদ্ধপ্রস্তুতি শুরু করল ভারতীয় সেনাবাহিনী। তারই জেরে সীমান্ত সংলগ্ন এলাকার গ্রামবাসীকে অনত্র সরানো হল।

পঞ্জাবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত গ্রামবাসীকে সরানো হয়েছে অন্যত্র। এলাকার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পঞ্জাবের ফিরোজপুরের জেলা শিক্ষা অধিকর্তা। একইসঙ্গে সীমান্ত এলাকায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত সীমান্তরক্ষী বাহিনী (BSF)। সীমান্ত সংলগ্ন পঞ্জাবের নৌসেরা গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

গতকাল রাতেই পাকিস্তানে ঢুকে শল্য অভিযান চালায় ভারত। ভারতের এই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানান ডিরেক্টর জেনেরাল অফ মিলিটারি অপারেশনস (DGMO) রণবীর সিং। এই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের সবরকম প্রস্তুতি নিয়েছিল বলে জানান তিনি। উরি হামলায় ১৮ সেনা জওয়ান নিহত হওয়ার পর এই প্রথম বড়সড় অভিযান করল ভারতীয় সেনা।

কূটনৈতিক মহলের মতে, ভারতের শল্য অভিযান দু’দেশের সেনাদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। পাশাপাশি এই অভিযান ভারতের তরফে পাক প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফকে দেওয়া স্পষ্ট সতর্কবার্তা বলেও মত কূটনৈতিক মহলের। ভারতের শল্য অভিযানের পালটা প্রতিক্রিয়াও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তিনি জানান, পাকিস্তান শান্তিকামী দেশ। তবে এটাকে যেন তাদের দুর্বলতা বলে মনে না করা হয়।

অন্যদিকে বিষয়টিকে শল্য অভিযান বলে মানতে নারাজ পাকিস্তান সেনা। তাদের দাবি, ভারতীয় ভূখণ্ড থেকে ভারতীয় সেনার গোলাগুলিতে ২ পাক সেনার মৃত্যু হয়েছে। বুধবার রাতেই পাকিস্তানে গিয়ে অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ৩৮ জন ‘জঙ্গি’র পাশাপাশি মৃত্যু হয়েছে দুই পাক সেনারও। এই অভিযানে ৮ ভারতীয় নেতা নিহত এবং একজন আটকের খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। তবে তা নাকচ করেছে নয়া দিল্লি।
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে