শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০৪:৩৪

পাকিস্তানের হাতে আটক জওয়ান বাবুলালকে ফেরাতে তত্পর ভারত

পাকিস্তানের হাতে আটক জওয়ান বাবুলালকে ফেরাতে তত্পর ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের হাতে আটক রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান চান্দু বাবুলাল চৌহানকে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করছে ভারত। এ নিয়ে পাক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে আজ এ কথা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সেনা হামলার সঙ্গে অবশ্য বাবুলালের কোনও যোগাযোগ নেই। তিনি ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যান। সীমান্তের উত্তেজনার মধ্যেই গতকালের পর আজ ফের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডাকেন রাজনাথ সিং। তবে বৈঠকে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রকে রাজনাথের ডাকা বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব S জয়শঙ্কর ও সেনা প্রধান দলবীর সিং সুহাগ। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য, প্রতিরক্ষামন্ত্রক এবং ITBP-র আধিকারিকরা।-জিনিউজ
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে