আন্তর্জাতিক ডেস্ক : আরো কোণঠাসা হওয়ার পথে পাকিস্তান৷ সার্কের আসন্ন শীর্ষ সম্মেলন থেকে এবার সরে দাঁড়াল শ্রীলঙ্কা৷ ইসলামাবাদে হতে চলা ১৯ তম সার্ক শীর্ষ সম্মেলন শুরুর আগেই নানা বিতর্ক। সন্ত্রাসবাদ ইস্যুকে মদত দেয়ার অভিযোগে সরে এসেছে ভারত, ভুটান, বাংলাদেশ ও আফগানিস্তান৷ এবার সেই রেশ বজায় রেখেই এবার সরে দাঁড়াল শ্রীলঙ্কা৷
এক বিবৃতিতে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে সার্ক সম্মেলন চলা সম্ভব নয়৷ দ্বীপরাষ্ট্রের পক্ষ থেকে সার্কের দায়িত্বে থাকা নেপালের কাছে বৈঠকে অংশ না নেয়ার কথা জানিয়ে দেয়া হয়েছে৷ একইসঙ্গে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে শ্রীলঙ্কা সরকার৷ দেশের প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘের নয়াদিল্লি সফরের একদিন আগেই এই সিদ্ধান্ত জানিয়ে দিল শ্রীলঙ্কা৷ কূটনৈতিক মহলের ধারণা এতে আরও শক্ত হয়েছে ভারতের অবস্থান৷
সার্ক বৈঠক থেকে শ্রীলঙ্কার সরে আসার পর এবার নজর আরো এক দ্বীপরাষ্ট্র মালদ্বীপের উপরে৷ কূটনীতিকদের ধারণা, মালদ্বীপও অবিলম্বে সার্ক বৈঠক বাতিল করতে চলেছে৷ সার্কের দায়িত্বে থাকা নেপাল চাইছে সমস্যা মিটিয়ে বৈঠকের পরিবেশ তৈরি করতে পারে৷ ১৯ তম সার্ক সম্মেলন হওয়ার কথা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে৷ গত সম্মেলনেই সেই সূচি নির্ধারিত হয়েছিল৷
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই