শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪৮:৩৭

কানাডা সফরে আনন্দের বার্তা দিল ছোট্ট ব্রিটিশ রাজকুমারী শার্লট

কানাডা সফরে আনন্দের বার্তা দিল ছোট্ট ব্রিটিশ রাজকুমারী শার্লট

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কানাডা সফরের গিয়েছেন ব্রিটিশ রাজদম্পতি কেট উইলিয়াম ও প্রিন্স উইলিয়াম। অবশ্য এই সফরের তাদের সাথে রয়েছেন দুই সন্তান জর্জ উইলিয়াম ও শার্লট উইলিয়াম। আর এই সফরেই যেন প্রথম আনন্দের বার্তা দিলেন ছোট্ট শার্লট। কারণ কানাডা সফরে গিয়েই প্রথমবারের মতো আত্মবিশ্বাসের সাথে নিজ পায়ে হেঁটেছে এই ছোট্ট ব্রিটিশ রাজকুমারী। আবার কথাও বলা শুরু করেছে ১৬ মাস বয়সী শার্লট। তার উচ্চারিত প্রথম শব্দ 'পপ'! ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজকীয় কানাডা সফরে যেখানে লাইমলাইটে থাকার কাথা ছিল কেট উইলিয়াম ও প্রিন্স উইলিয়ামের। কিন্তু তাদের ভাগ্যে আর সে সুযোগ হলো কৈই? ক্যামেরার সব আলোই যেন কেড়ে নিলো তাদের দুই সন্তান। যেখানেই যাচ্ছে সেখানেই যেন ক্যামেরার সব আলো পড়ছে কেট উইলিয়াম ও প্রিন্স উইলিয়ামের ওপর।

এই সফরটি অনেক কারণে গুরুত্ব পেয়েছে। কারণ এই প্রথম কোনো সফরে ভাই জর্জের সাথে রাজকীয় সফরে গিয়েছে শার্লট। আর প্রথম সফরের ভাইয়ের পাশাপাশি ক্যামেরাম্যানদের মধ্যমনি হয়ে থাকছে ছোট্ট শার্লট। বরং ভাইয়ের চেয়ে সে যেন একটু বেশিই গুরুত্ব পাচ্ছে।

মা-বাবা যেখানেই যাচ্ছেন সেখানেই তাদের সফরসঙ্গী হচ্ছেন রাজপরিবারের এই দুই ক্ষুদে সদস্য। সপ্তাহব্যাপী সফরে কানাডায় তারা সরকারি বাসভবনে আয়োজিত পার্টিতে অংশ নিয়েছেন। সম্প্রতি পরিদর্শন করেছেন পোষা প্রাণীদের চিড়িয়াখানাও। এই দুই রাজকীয় অতিথিকে আনন্দ দিতে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়োজনের কমতি রাখছে না।
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে