আন্তর্জাতিক ডেস্ক : বুধবার মধ্যরাতে, গোটা ভারত যখন ঘুমিয়ে তখন শত্রুদের ঘাঁটিতে হামলা চালিয়ে জঙ্গিদের হত্যা করে এল ভারতীয় সেনাবাহিনী। সূর্যোদয়ের আগেই পড়ে গেল ৩৮ জঙ্গির লাশ। ৪ ঘণ্টার মধ্যেই খতম করা হলো সেই অপারেশন। আর এই অভিযানের মূলে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা।
ভারতের সেনাবাহিনীতে প্রায় সাড়ে ৪ হাজার প্যারা কম্যান্ডো রয়েছে। তাদের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকে গিয়েছিলেন স্পেশাল ফোর্সের শতাধিক জওয়ান। এই প্যারা কম্যান্ডোদের বলা হয়, ক্রিম কম্যান্ডো’ অর্থাৎ কম্যান্ডোদের মধ্যে এরাই সেরার সেরা।
মেরুন টুপির অধিকারী হন একমাত্র প্যারা কম্যান্ডোরাই। আর এই টুপি অর্জন করতে সবচেয়ে কঠিন ও দীর্ঘতম অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয় তাদের। পিঠে ২০ কেজিরও বেশি ওজনের ব্যাগ নিয়ে ৭০ কিলোমিটার দৌড়তে হয়, বিনা অক্সিজেনে শূন্যে ঝাঁপ দিতে হয়। এতটাই কড়া এদের প্রশিক্ষণ।
তিন বাহিনীর ১৮ থেকে ২৩ বছর বয়সী জওয়ানরা প্যারা কম্যান্ডোর ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারেন। ১০ হাজারের মধ্যে প্রশিক্ষণের সুযোগ পান মাত্র একজন। তাদের মধ্যে প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারেন না ৭৫ শতাংশ জওয়ান।
এই মুহূর্তে প্যারা রেজিমেন্টের ১১টি ইউনিট রয়েছে ভারতে। যার মধ্যে ৮টি স্পেশাল ফোর্স ও ৩টি এয়ারবোর্ন ইউনিট। দেশের ৮টি গোপন ঘাঁটিতে মোতায়েন থাকে প্যারা কম্যান্ডোরা। কোথায় তাদের মোতায়েন করা হবে বা কোথায় তাদের দিয়ে অপারেশেন চালানো হবে, সবটাই থাকে অত্যন্ত গোপন। ঠিক যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীরে।-কলকাতা২৪
৩০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই