আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ কি তবে শুরু হয়েই গেল? লাইন অব কন্ট্রোল লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনাদের 'সার্জিক্যাল স্ট্রাইকের' ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কাশ্মীরে জঙ্গি হানা। ভারতীয় সেনা আশঙ্কা করছে পাকিস্তানি জঙ্গিরাই 'সার্জিক্যাল স্ট্রাইকের' পাল্টা হানা হিসেবে এই আক্রমণ করেছে।
ভারতীয় সেনার মতে, "সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে যারা তারাই ভারতে এই ধরনের সন্ত্রাসে মদত যোগাচ্ছে"। যদিও কাশ্মীরে জঙ্গিহানা নিয়ে ভারতের করা অভিযোগকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বেহি বাঘে ভারতীয় পুলিস এবং জাওয়ানরা যখন যৌথ অভিযান চালাচ্ছিলেন তখনই অতর্কিত হামলা চালায় জঙ্গিরা।-জিনিউজ
০১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ