আন্তর্জাতিক ডেস্ক: ঘুরপথে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে উদ্যোগী হল ভারত। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে সাতটি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়ে উরি হামলার মুখের মত জবাব দিয়েছে দিল্লি।
এর আগে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করতে কূটনৈতিক প্রয়াস করেছে। সিন্ধু জল বণ্টন চুক্তির পুনর্মূল্যায়নের কথা জানানো হয়েছে। পাকিস্তানকে ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ’–এর তকমা জারি রাখা হবে কিনা তাও বিবেচনা করা হবে।
এর পরবর্তী পদক্ষেপ হিসেবে পাকিস্তানের অর্থনীতিকে দুর্বল করতে ইসলামাবাদের সঙ্গে ঘুরপথে ব্যবসা বন্ধের উদ্যোগ নিচ্ছে দিল্লি। আরব আমিরশাহির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে যে পণ্যের আদানপ্রদান হয় তা বন্ধ করা হবে।
মোদি সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ অনেকটাই বেড়েছে। আগে মোট ব্যবসার পরিমাণ ছিল ২৬০ কোটি ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ কোটি ডলার। ভারত থেকে দুবাই এর মাধ্যমে অলঙ্কার, পোশাক এবং যন্ত্রাংশ যায়। একই পথে পাকিস্তান থেকে ভারত আমদানি করে শুকনো ফল, মশলা, সিমেন্ট।-আজকাল
০১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ