আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতে রাজধানী দিল্লিসহ পুরো ভারতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো ভারতের কৌশলগত স্থাপনা, শিল্প কমপ্লেক্স, জনাকীর্ণ স্থান, বিমানবন্দর, ঐতিহাসিক স্থাপনা, সরকারি ভারতে সতর্কাবস্থা জারি করেছে।
এছাড়া রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মির, মহারাষ্ট্র ও গুজরাটে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব রাজ্যে বিশেষ সতর্ক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে প্রবল উত্তেজনা বিরাজ করছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর