আন্তর্জাতিক ডেস্ক: উরি-সন্ত্রাসে ১৮ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। তার প্রতিশোধও নিয়েছে ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতও সবক শিখিয়ে এসেছে প্রতিবেশী দেশকে। যুদ্ধের আবহ উপমহাদেশে। উরি-সন্ত্রাসে মৃত শহিদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উরি সন্ত্রাসে প্রাণ হারানো শহিদদের পাশে দাঁড়ানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গুজরাতের সুরাটে।
উদ্দেশ্য ছিল মহান। অনুষ্ঠানের মাধ্যমে তোলা অর্থ শোকস্তব্ধ পরিবারগুলোর হাতে তুলে দেওয়াই ছিল আসল উদ্দেশ্য। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল, ‘ওয়াতন কে রাখওয়ালে’। মঞ্চে গান গাইতে উঠেছিলেন নামী গুজরাতি লোকসঙ্গীত শিল্পী কীর্তিদান। গান চলাকালীন এই শিল্পীর দিকে প্রায় বৃষ্টির মতো ছুড়ে দেওয়া হল কোটি টাকা। এই টাকা দিওয়ালির আগেই উরির শহিদদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে চেকের মাধ্যমে। কিন্তু যেভাবে দর্শকরা টাকা ওড়ালেন শিল্পীর দিকে, যে ভাবে বর্ষিত হল টাকা, তাতে কি শহিদদের সম্মান বাড়ল? দেশের জন্য হারানো প্রাণকে কি যোগ্য মর্যাদা দেওয়া হল? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।-এবেলা
১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর