আন্তর্জাতিক ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খান বলেছেন এই ধরনের ঘটনার জবাব কীভাবে দিতে হয়, তা তিনি বলবেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে।
এরপর পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ভারত সম্পর্কে ফের মন্তব্য করেছেন।
গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শান্তির আর্জি জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান। তিনি বলেছেন, পাকিস্তান বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। কেননা, দুটি পরমাণু অস্ত্রধর দেশের মধ্যে যুদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হবে না।
গতকাল দলের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদীর উদ্দেশে ইমরান বলেন, ‘আমরা শান্তি চাই। আপনি চাইলে আমরা বন্ধুত্বের জন্য প্রস্তুত। আমি শান্তির বার্তা দিতে চাই। কারণ, যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়’। ইমরানের অভিযোগ , ‘উরিতে হামলার পর কোনওরকম তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করল ভারত আর মোদী পাকিস্তানকে হুমকি দিতে শুরু করলেন’।
ইমরান ভারতের প্রধানমন্ত্রীর কাছে জল বন্ধ করে দেওয়া বা সার্জিক্যাল স্ট্রাইকের কথা না বলার আর্জি জানিয়েছেন।
শান্তির কথা বললেও ভারতের বিরুদ্ধে তোপ দাগতেও কসুর করেননি ইমরান। তিনি বলেছেন, যে কোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। মোদীকে উদ্দেশ্য করে ইমরান বলেন, প্রত্যেক পাকিস্তানি নওয়াজ শরিফের মতো ভীতু নন।ইমরানের হুঁশিয়ারি, যুদ্ধ হলে ভারতকে অনেক বেশি খেসারত দিতে হবে। শান্তির পরিবর্তে যুদ্ধের পথ বেছে নিলে মোদীর
উল্লেখ্য, এর আগে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিও ট্যুইটারের মাধ্যমে দুই দেশের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন।-এবিপি
১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর