শনিবার, ০১ অক্টোবর, ২০১৬, ০২:২৪:৫৩

পাকিস্তান-চীন জোটে যোগ দিচ্ছে সৌদি আরব-ইরান!

পাকিস্তান-চীন জোটে যোগ দিচ্ছে সৌদি আরব-ইরান!

আন্তর্জাতিক ডেস্ক :  বৈশ্বিক কূটনৈতিক পাড়ায় এক গরম খবর। আর সেটি হলো চীন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি) ফ্রেমওয়ার্কে যোগ দেয়ার ইচ্ছাপ্রকাশ করেছে ইরান ও সৌদি আরব।

পাকিস্তান-চীন জোটে যোগ দিচ্ছে সৌদি আরব-ইরান! এর ফলে পাকিস্তানের সাথে দেশ দুটির সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কারবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল বলেন, আমরা সিপিইসির অংশ হিসেবে ভ্রাতৃপ্রতীম উভয় ইসলামি দেশকে স্বাগত জানাতে চাই।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' প্রকল্পের অংশ হিসেবে সিপিইসি ফ্রেমওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। আন্তঃআঞ্চলিক এই প্রকল্পটির মাধ্যমে ৩০০ কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। মাল্টিবিলিয়ন ডলারের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বেলুচিস্তান ও খাইবার-পাখতুনখাওয়ার লোকজন বেশ লাভবান হবে।

১৫ বছরের প্রকল্টটি ২০৩০ সাল নাগাদ শেষ হবে। এই প্রকল্পের আওতায় পাকিস্তানে একটি সমুদ্রবন্দরও নির্মাণ করা হচ্ছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে