আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সার্জিকাল স্ট্রাইকের পরে ক্রমেই সীমান্ত জুড়ে চড়ছে উত্তেজনার পারদ। উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। শনিবার ভোর চারটে থেকে সীমান্তে ফের শুরু হয়েছে গুলির লড়াই। গত তিন দিনে এই নিয়ে মোট সাত বার লঙ্ঘিত হয়েছে সংঘর্ষবিরতি। অভিযোগের নিশানায় পাকিস্তানের সেনা বাহিনী।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা হল বিশেষ সতর্কতা। আসন্ন পুজো ও উত্সবের মরশুমে সারা দেশের বিভিন্ন প্রান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। কড়া নজরদারিতে রয়েছে দিল্লি সহ রাজস্থান, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র এবং গুজরাট।
নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে জনবহুল এলাকা যেমন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, বিমানবন্দর, রেলস্টেশন, ঐতিহাসিক সৌধ, সরকারি দপ্তর, শপিং মল এবং বিশেষ বিশেষ পর্যটন কেন্দ্রে। আন্তর্জাতিক সীমান্ত এলাকার গ্রামগুলি থেকেও সরানো হচ্ছে বাসিন্দাদের।
আইএসআই-এর মূল লক্ষ্য এখন দিল্লি। এমনটাই জানিয়েছে ভারতের ইন্টেলিজেন্স। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার একটি বিশেষ বৈঠক করেন প্রতিরক্ষা নিয়ে। অনুমান করা হচ্ছে ভারতের ভিতরে গা ঢাকা দিয়ে থাকা পাকিস্তানি জঙ্গিরা হামলা করতে পারে।
০১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি