আন্তর্জাতিক ডেস্ক : চারিদিক থেকেই এখন আক্রমণের মুখে পাকিস্তান। বুধবার রাতে পাক অধিকৃত কাশ্মীরে ‘সার্জিক্যাল অ্যাটক’ চালিয়ে ভারত ইসলামাবাদকে অস্বস্থির মধ্য রেখেছে। এর সঙ্গে সঙ্গে বালুচিস্তান সীমান্তে পাক সেনাবাহিনীকে তাক করে গোলাগুলি ছুঁড়েছিল ইরান।
বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলিও পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছে সন্ত্রাসবাদ ইস্যুতে। এই অবস্থায় গোদের উপর বিষফোঁড়া। প্রকৃতিও যেন মুখ ফিরিয়ে নিলো।
উত্তর পাকিস্তানে শনিবার জোর ভূমিকম্পে কেঁপে উঠলো। রিখটার স্কেলে যার মাত্রা ৫.৫। বলা হচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ। যদিও, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের তীব্রতাও ভাল রকম অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। পেশওয়ার, গিলগিট, চিলাস এবং ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়।
০১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি