শনিবার, ০১ অক্টোবর, ২০১৬, ০৯:৩৮:০০

ফের মহড়ায় অংশ নিতে গিয়ে বিধ্বস্ত পাকিস্তানের যুদ্ধ বিমান

ফের মহড়ায় অংশ নিতে গিয়ে বিধ্বস্ত পাকিস্তানের যুদ্ধ বিমান

আন্তর্জাতিক ডেস্ক : উরি হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। এরপর পাকিস্তানের তরফে পরমাণু হামলারও হুমকি দেওয়া হয়। এছাড়াও দুই দেশের মধ্য শুরু হয়েছে পাল্টাপাল্টি ঘোষণা।

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের যোগ্য জবাব দেওয়া হবে বলে একই সুরে হুমকি দিয়েছে সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ ও জঙ্গিনেতা হাফিজ় সাঈদ। আর এর মাঝেইে আবারো ভেঙে পড়ল পাকিস্তান এয়ারফোর্সের A JF-17 বিমানটি।

মহড়ার সময় আরব সাগরে এই বিমানটি ভেঙে পড়ে। পাক এয়ারফোর্সের মাসরুর বেস থেকে বিমানটি ছেড়েছিল। কিন্তু, মাঝেই ঘটে বিপত্তি। তবে এর পাইলট কোনওমতে বেঁচে যান বলে জানা গেছে।

এদিকে উরি হামলার পর ভারত যেকোনও মুহূর্তে প্রত্যাঘাত করতে পারে, এই আশঙ্কায় সতর্কতা অবলম্বন করে পাকিস্তান। জাতীয় সড়কে মহড়া দেয় সেদেশের যুদ্ধবিমানও। এর মধ্যেই মাসরুর বেস থেকে ছেড়ে যাওয়ার সময় ভেঙে পড়ল এই বিমানটি।  

এদিকে গত ২৪ সেপ্টেম্বর রোরবার পাকিস্তানের সীমান্তবর্তী জমরুদের পাহাড়ি অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর এফ-৭ বিমান মহড়ারত অবস্থায় বিধ্বস্ত হয়।  এতে বিমানে থাকা ফ্লাইট ল্যাফটেন্যান্ট ইমরান শাহজাদ নিহত হন।

০১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে