রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০৫:৫৫:৫৭

মাসুদ আজহার জঙ্গি নয়:‌ চীন

মাসুদ আজহার জঙ্গি নয়:‌ চীন

আন্তর্জাতিক ডেস্ক: মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো চীন। আগেও ২৬/‌১১ মুম্বই হামলার মূল চক্রী মাসুদ আজহারকে জঙ্গি তকমা দিতে ভেটো দিয়েছিল চীন। মাসুদকে রাষ্ট্রসঙ্ঘের জঙ্গি তকমা দেওয়ার সিদ্ধান্ত এতদিন ঝুলে ছিল চীনের কারণেই।

সেই ভেটোর মেয়াদ ফুরিয়ে যাওয়ায় নতুন করে মাসুদকে জঙ্গি তালিকায় যুক্ত করার প্রস্তাব নেওয়া হয়েছিল। এবারেও বাধা হয়ে দাঁড়ালো চীন। বলা হল, বিশেষ কারণে এবারেও মাসুদ আজহারকে জঙ্গি বলায় সমর্থন দিতে পারছে না সে দেশ।

রাষ্ট্রসঙ্ঘের ১৫ সদস্যের বিশেষ সমিতিতে মাসুদকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার প্রস্তাবে চীন বাদে বাকি ১৪ টি দেশই সমর্থন করেছে। একবার জঙ্গি তালিকাভুক্ত হলে নিয়ন্ত্রণ করতে হবে মাসুদ আজহারের যাবতীয় গতিবিধি। এমনকি নির্দিষ্ট এলাকার বাইরেও যেতে পারবে না মুম্বই হামলার মূল চক্রী।-আজকাল

০২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে