রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০৯:৫৭:২০

পোপের বিরুদ্ধে চার্চ, অভ্যর্থনায় যা ঘটল

পোপের বিরুদ্ধে চার্চ, অভ্যর্থনায় যা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক : জর্জিয়াতে এক হতাশাজনক অভ্যর্থনা পেয়েছেন পোপ ফ্রান্সিস। রাজধানী তিবলিসে কয়েক হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে তাকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করা হলে সেখানে খুব অল্প মানুষ সেখানে উপস্থিত হন।

কারণ সেখানকার বেশিরভাগ অর্থোডক্স খ্রিষ্টান চার্চ তার অনুসারীদের সেখানে যেতে নিষেধ করেন।

দেশটিতে ক্যাথলিক যাজক ও নানদের সাথে একটি বৈঠকের সময় পোপ বলেছেন তাদের উচিত হবে না অর্থোডক্স খ্রিষ্টানে রূপান্তর হওয়ার চেষ্টা করা কারণ সেটা হবে বড় পাপ।

কিন্তু চার্চ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এটা ছিল দুই পক্ষের সমঝোতার মাধ্যমে নেয়া সিদ্ধান্ত।

কেটি খিটারখভিলি নামে একজন রয়টার্স কে বলেছেন, তিনি একজন সত্যিকারের পোপ, তিনি শুধু ধর্মীয় ব্যক্তিত্ব নন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও। আমি মনে করি এই সফরের মাধ্যমে জর্জিয়ার ভূমিকা বিশ্বে উত্থাপিত হবে। -বিবিসি।
০২  অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে