আন্তর্জাতিক ডেস্ক : এবার ভিন্ন কায়দা ভারতীয়দের হুমকি দিল পাকিস্তানীরা। বেলুনে সংযুক্ত কাগজে ভারতকে হুমকি দিয়ে বার্তা লেখা হয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিরাপত্তা বাহিনী নিয়ে কটাক্ষ করা হয়েছে।
শনিবার ভারতের পাঞ্জাব সীমান্ত এলাকার ফিরোজপুর, পাঠানকোট ও অমৃতস্বরে বিএসএফ কর্মকর্তারা প্রায় ৩৫-৪০টি বেলুন পান। পাকিস্তান থেকে কাঁটাতারের ওপর দিয়ে উড়ে এসে ওই সব এলাকায় পড়ে বেলুনগুলো।
প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করে একটি বেলুনে সংযুক্ত কাগজে লেখা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনীর বীরত্ব পরখ করে দেখ।’ এরুপ আরেকটি বেলুনে সংযুক্ত কাগজে লেখা হয়েছে, ‘মোদি শোন, আইয়ুবের সেই তলোয়ার এখনো আমাদের আছে।’ এ বেলুনটি পাওয়া যায় ফিরোজপুরের সেজারা ফাঁড়ির পাশে।
২ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর