রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ১২:২১:৩৫

ভারতে আসা একটি নদীর পানি বন্ধ করে দিয়েছে চীন

ভারতে আসা একটি নদীর পানি বন্ধ করে দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : তিব্বত থেকে আসা ভারতে ব্রক্ষ্মপুত্র নদের একটি শাখা নদীর পানি বন্ধ করে দিয়েছে চীন। ওই শাখা নদীর ওপরই তৈরি হচ্ছে চীনের সবথেকে ব্যয়বহুল পানি বিদ্যুৎ প্রকল্প। আর তা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে চীন।

গত শুক্রবার চীন বলেছে, একটি বাধ নির্মাণ করতেই এই নদী বন্ধ করা হয়েছে। বাধটি লালহো হাইড্রো-ইলেকট্রিক প্রোজেক্টের অধীনে তিব্বত নিয়ন্ত্রিত অঞ্চল জিগাসিতে নির্মান করা হবে।

ব্রক্ষ্মপুত্র ভারতের অন্যতম একটি নদী যা তিব্বত থেকে সৃষ্ট পানির ধারা ভারতের অরুণাচল ও আসাম প্রদেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বিশেষজ্ঞদের মতে এই নদীর পানি বন্ধের প্রভাব এখনই স্পষ্ট নয়। তবে এই পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার ফলে আগামী দিনে ব্রক্ষ্মপুত্র নদের নিম্নপ্রবাহে পানির অভাব দেখা দিতে পারে। -হিন্দুস্তান টাইমস।
০২  অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে