আন্তর্জাতিক ডেস্ক : আগুনের পর এবার বোমা। বোমা বিস্ফোরণ হল ভারতের পশ্চিমবঙ্গের শিবপুর থানা চত্বরেই। বিস্ফোরণে গুরুতর ভাবে জখম হন এক সিভিক পুলিশের কর্মী। আহত ওই সিভিক পুলিশকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সকালে বোমা বিস্ফোরণ ঘটল খোদ পুলিশের ডেরাতেই। শিবপুর থানার বাগান পরিষ্কার করার সময় থানায় তাজা বোমাটি ফেটে জখম হন অনিরুদ্ধ বাগ নামের এক সিভিক পুলিশকর্মী। থানার বাইরে ক্যাম্পাসের মধ্যে আগাছা পরিষ্কার করছিলেন অনিরুদ্ধ। তখনি সশব্দে ফেটে যায় আগাছায় ঢেকে থাকা অঞ্চলটিতে পড়ে থাকা বোমাটি। ঘটনায় গুরুতর জখম হন ওই সিভিক কর্মী। তাঁকে নিয়ে আসা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে সূত্রের খবর। বোমা ফেটে আগুন জ্বলতে থাকায় দমকলের ২ টি ইঞ্জিনও সেখানে ছুটে আসে। কী কারণে উদ্ধার হওয়া তাজা বোমা এভাবে খোলা স্থানে রাখা হয়েছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কুকুর এনেও এদিন থানা চত্বরে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর এও বলছে একটি নয় ২টি তাজা বোমার বিস্ফোরণ ঘটেছে থানা চত্বরে। বিস্ফোরণে অনিরুদ্ধ নামের ওই সিভিক পুলিশ ছাড়াও জখম হয়েছেন আরও তিন জন। -কলকাতা২৪।
০২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম