রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ১২:৪৯:০৭

’৭১ এর যুদ্ধবন্দি বলবিন্দর এখনও জীবিত পাকিস্তানে !

’৭১ এর যুদ্ধবন্দি বলবিন্দর এখনও জীবিত পাকিস্তানে !

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্ররেখা পেরিয়ে পাকিস্তানে চলে যাওয়া বন্দি ভারতীয় জওয়ান চান্দু বাবুলাল চৌহান ফেরাতে তৎপর ভারত। উচ্চ পর্যায়ে আলোচনা করেই তাঁকে ফেরানো হবে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এরই মাঝে উঠে আসছে আরও এক ভারতীয় জওয়ানের কথা। যাঁকে ৪৫ বছর আগেই শহীদ হিসেব জানিয়েছিল সরকার। সেই বলবিন্দর এখনও জীবিত। এমনই চাঞ্চল্যকরে দাবি বলবিন্দরের স্ত্রী ও কন্যার।

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ হয়৷ সেই যুদ্ধে চরম বিপর্যয় হয় পাকিস্তানের৷ পরাজয়ের পর ঢাকায় আত্মসমর্পণ করে পাকিস্তান। অন্তত ৯০ হাজার পাক সেনাকে যুদ্ধবন্দি করা হয়েছিল। সিমলায় দু দেশের বৈঠকের পর পাকিস্তানি সেনাদের তাদের দেশে ফেরত পাঠায় ভারত। যুদ্ধশেষে বলবিন্দর সিং নিখোঁজ হয়ে যান। অভিযোগ, তাঁকে বন্দি করার বিষয়টি ঢেকে রেখেছিল পাকিস্তান সরকার। কোনও খোঁজ না মেলায় তাঁকে শহীদ বলে ঘোষণা করে ভারতীয় সেনা। এসবই মেনে নিয়েছিলেন বলবিন্দরের স্ত্রী হরবংস কাউর।

সম্প্রতি পাকিস্তানে বন্দি কয়েকজন ভারতীয় দেশে ফিরেছেন। তাঁরাই জানিয়েছেন লাহোরের কোটলাখপত জেলে এখনও বন্দি আছেন বলবিন্দর সিং। এই সংবাদে আলোড়িত পাঞ্জাবের তরণতারণ জেলা। দাবি উঠেছে ৪৫ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া বলবিন্দরের বিষয়ে হস্তক্ষেপ করুর সরকার। স্বামীকে ফিরে পেতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আর্জি জানিয়েছেন হরবংস কৌর ও তাঁর মেয়ে।

লাহোরের কোটলাখপত জেলেই মাথায় আঘাত করা হয়েছিল সরবজিৎ সিংকে। সেই আঘাতের জেরেই তার মৃত্যু হয়। পরে তার মৃতদেহ ভারতে পাঠানো হয়। যুদ্ধবন্দি বলবিন্দর সিংকেও একই উপায়ে খুন করা হতে পারে। এমনই আশঙ্কা তাঁর পরিবারের। -কলকাতা২৪।
০২  অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে