রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০২:৩৮:৫৭

ঘুম নেই ভারতীয় সেনাদের, সীমান্তে কীভাবে দিন কাটছে তারা?

ঘুম নেই ভারতীয় সেনাদের, সীমান্তে কীভাবে দিন কাটছে তারা?

আন্তর্জাতিক ডেস্ক: উরি হামলার পর থেকেই সীমান্তে জারি লাল সতর্কতা। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে তা আরও কড়া হয়েছে। সারা দেশ প্রশাসনের পাশাপাশি সেনাকে কুর্নিশ জানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে ঠিক কীভাবে দিন কাটছে সেনাদের?

সীমান্ত এলাকায় বরাবরই কড়া নিয়ম মেনে চলেন সেনারা। তবু বছরভর যেরকম নিয়ম থাকে, এখন তা প্রায় বদলে গিয়েছে। যে কোনও সময় পাকিস্তানের থেকে প্রত্যাঘাত আসতে পারে এই আশঙ্কায় সীমান্তে অতন্দ্র প্রহরা। আর তাই সবসময় একই মেজাজে তৈরি থাকে সেনা। তা করতে গিয়েই কমেছে সেনাদের গড় ঘুমের সময়। আগে যদি ছয় ঘণ্টা ঘুমাতেন একজন সেনা, এখন তা কমে দাঁড়িয়েছে চার ঘণ্টায়। অবসরের সব কাজকর্ম এই সময় বাতিল। ভলিবল থেকে টিভি দেখা ইত্যাদির তো কোনও প্রশ্নই নেই।

এক সেনা অফিসারের কথায়, এই সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জ হল, সেনাদের সর্বক্ষণ সর্বোতভাবে প্রস্তুত রাখা। আর তাতেই সেনার রুটিনে রদবদল। অনেক তরুণ জওয়ানই সেনা অফিসার হওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন কাজের ফাঁকে৷ কিন্তু এ সময় তার কোনও বালাই নেই। সবথেকে বেশি কোপ পড়ে ঘুমে৷ কেননা এই সময়  দক্ষ সেনাদের বেশি সংখ্যায় সীমান্তে মজুত করতে চায় প্রতিরক্ষা দফতর।

যুদ্ধ নিয়ে সারা দেশ সরগরম। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য সকলেই উদগ্রীব। কিন্তু তাতে কোনও দেশবাসীর রুটিনে সামান্যতম বদলও হয়নি৷ যা হয়েছে সেনার। যে কোনও সময় হামলা চালাতে পাকিস্তান। আর তাই সব সুযোগ সুবিধা, এমনকী ন্যূনতম ঘুমের সময়টুকুও ছাড়তে হয়েছে শুধু সেনাদেরই।
০২  অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে