রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০২:৪৭:৪৫

ভারতের সাথে উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তান-ইরানের যৌথ নৌমহড়া

ভারতের সাথে উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তান-ইরানের যৌথ নৌমহড়া

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশি ভারতের সাথে উত্তেজনার মধ্যেই বন্দর নগরি করাচির উপকূলে স্বাগতিক পাকিস্তানের সাথে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে ইরান। পাক নৌবাহিনী শনিবার যৌথ ত্রাণ ও উদ্ধার বিষয়ক মহড়া চালিয়েছে। ইরানের ৪৩তম নৌবহরের চারটি যুদ্ধজাহাজ এতে অংশ নেয়।

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যেই এই মহড়া অনুুষ্ঠিত হলো।

দু দেশের নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়ায় উদ্ধারবিষয়ক প্রশিক্ষণ, হেলিকপ্টার ভার্টিক্যাল রেফারেন্স ট্রেনিং, পতাকা ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগের অনুশীলন, লাইট, রেডিওগ্রাফ এবং আরো কিছু অনুশীলন করা হয়েছে। এতে ইরানের পক্ষে অংশ নেয় লাওয়ান লজিস্টিক যুদ্ধজাহাজ, ফালাখান, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ খঞ্জর এবং সেনা বহনকারী যুদ্ধজাহাজ কোনারাক। এছাড়া, ইরানে তৈরি একটি হেলিকপ্টারও মহড়ায় অংশ নেয়।

সামুদ্রিক প্রশিক্ষণ জোরদার করার লক্ষ্যে পাকিস্তানি নৌবাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে ইরানি বহরের কমান্ডাররা বৈঠকের পরিকল্পনা করেছেন। গত ২৭ সেপ্টেম্বর ইরানের ৪৩তম নৌবহরের চারটি জাহাজ করাচি বন্দরে ভেড়ে। সাম্প্রতিক বছরগুলো ইরানের নৌবাহিনী গভীর সাগরে তাদের উপস্থিতি জোরদার করেছে।
০২  অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে