আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। সব সময়েই রয়েছে একটা যুদ্ধ যুদ্ধ ভাব। ভারতীয় সেনাবাহিনীর যাতে সবদিক দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তার জন্য জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে ঘুরে দেখলেন প্রধান জেনারেল দলবীর সিং সোহাগ। তিনি সেনাবাহিনী কে যেকোন সময়ে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি থাকার নির্দেশ দিলেন।
সেনাপ্রধান দলবীর সিং যুদ্ধ প্রস্তুতির খতিয়ে দেখতে উত্তরীয় কমান্ড ও পশ্চিমীয় কমান্ডের সদর দফতর ঘিরে দেখেন। কতঘা বলেন প্রত্যেক সেনার সঙ্গে। পাশাপাশি ডিএস হুডার ডাকা একটি মিটিংয়ে আলোচনা হয় সীমান্তের পরিস্থিতি নিয়ে।
মিটিংয়ে উপস্থিত ছিলেন শ্রীনগরের ক্যাম্পের, রাজ্যের মুখ্য সম্পাদক বিআর শর্মা এবং এবং ডিজিপি কে রাজেন্দ্র কুমার। সেখানেও আলোচনা মূল বিষয় ছিল সীমান্তের নিরাপত্তা ও যুদ্ধের প্রস্তুতি। এই সমস্ত আলোচনার পাশাপাশি অসাধারণ বীরত্ব এবং সাফল্যের জন্য সেনাদের বীরত্বের ভূয়সী প্রশংসা করেন ডিএস হুডা। -কলকাতা২৪।
০২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম