রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০৩:৩৭:১৩

ধেয়ে আসছে সবথেকে শক্তিশালী সাইক্লোন ‘ম্যাথিউ’

ধেয়ে আসছে সবথেকে শক্তিশালী সাইক্লোন ‘ম্যাথিউ’

আন্তর্জাতিক ডেস্ক : ধেয়ে আসছে এই বছরের সবথেকে শক্তিশালী একটি সাইক্লোন। গত নয় বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এখন ধেয়ে আসছে ক্যারিবিয় দ্বীপ জামাইকার দিকে। কিউবা এবং হাইতির কিছু অংশেও এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এই ঘূর্ণিঝড়ে বাতাসের গতি এখন ঘণ্টায় ২৬০ কিলোমিটার। এরকম তীব্র ঝড়ে ঘরবাড়ি উড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবীদদের মতে, ‘হারিকেন ম্যাথিউ’কে এখন তীব্রতার দিক থেকে ‘ক্যাটাগরি ফাইভ’ বলে বর্ণনা করা হচ্ছে। ক্যাটাগরি ফাইভ হারিকেন হচ্ছে সবচেয়ে তীব্র মাত্রার ঘূর্ণিঝড়।

ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রস্তুতির জন্য জামাইকার প্রধানমন্ত্রী পার্লামেন্টের জরুরী অধিবেশন ডেকেছেন। যেভাবে এই সাইক্লোন শক্তিশালী বাড়াচ্ছে তাতে এই ঘূর্ণিঝড় সোমবার নাগাদ স্থলভাগে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আশংকায় জামাইকার লোকজন জরুরী খাবার এবং রসদপদ কিনে মওজুদ করার জন্য সুপারমার্কেটগুলোতে ভিড় করেছে।
০২  অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে