আন্তর্জাতিক ডেস্ক: সদ্য জন্ম নেয়া শিশুকে দ্বিতল বাড়ির জানালা থেকে নিচে ফেলে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক কিশোরী মা। জন্মের কয়েক মিনিট পরই নিজের রুম থেকে জানালা দিয়ে শিশুটিকে নিচে ফেলে দেয় ওই মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওমাহা সিটিতে।
'মিরর'-এর খবরে প্রকাশ, ঘুমের মধ্যেই প্রসববেদনা শুরু হয় ১৬ বছর বয়সী ওই কিশোরীর। প্রসব-যন্ত্রণা শুরুর কয়েক মিনিট পরই জন্ম নেয় এক কন্যা-শিশু। লোকলজ্জার ভয়ে কন্যা-শিশুকে জানালা দিয়ে নিচে নিক্ষেপ করে ওই কিশোরী। এরপর কিশোরী পুরো ঘটনা নিজের মাকে জানায়। মা পুলিশকে খবর দেন।
পুলিশ এসে পৌঁছালে ওই কিশোরী ও তার নবজাতককে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে মারা যায় নবজাতক।
পুলিশ জানিয়েছে, এখনো ওই কিশোরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। শিশুর ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে তারা।
২ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর