রবিবার, ০২ অক্টোবর, ২০১৬, ০৭:১০:১৯

নিরাপত্তা পরিষদের সহায়তা চায় পাকিস্তান

নিরাপত্তা পরিষদের সহায়তা চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাক-ভারত উত্তেজনার মধ্য আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানে স্থায়ী সদস্যরাষ্ট্রের দূতদের মাধ্যমে গত শুক্রবার এ আহ্বান জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরী দেশটিতে নিযুক্ত স্থায়ী সদস্যরাষ্ট্র  যুক্তরাষ্ট্র, রাশিয়া চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। আইজাজ চৌধুরী দূতদের বলেন, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভূমিকা রাখতে হবে।

গত বুধবার রাতে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি আস্তানায় সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে ভারত। রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে সেই পরিস্থিতি তুলে ধরে পাকিস্তান।

বৈঠকে আইজাজ চৌধুরী পাকিস্তানে ভারতের গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসবাদে মদদ দেওয়ার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় শিকার।

২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে