আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় না করেই জমিয়ে রাখা ছিল থানায়। রোববার সেই বোমা বিস্ফোরণেই গুরুতর আহত হলেন এক পুলিশকর্মী। আহত হয়েছেন আরও তিন। সকলেই সিভিক পুলিশ বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার যমজ শহর খ্যাত হাওড়ার শিবপুর থানায় এঘটনা ঘটে।
শিবপুর থানার মধ্যেই একটি বাগান এলাকা রয়েছে। সেখানেই দিনের পর দিন জমা করে রাখা হয় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা বোমা। সে সবের অস্তিত্ব মনেই ছিল না পুলিশের। থানায় একটি অনুষ্ঠানের জন্য বাগান পরিষ্কার করা শুরু হয়। চার জন সিভিক পুলিশ পরিষ্কারের কাজ করছিলেন। আচমকাই একটি বোমা বিস্ফোরণ হয়। তাতে অনিন্দ্য বাগ নামে এক সিভিক পুলিশ গুরুতর জখম হন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
পরে দমকল বাহিনীর কর্মীরা এসে বাকি বোমাগুলি নিষ্ক্রিয় করেন। থানার মধ্যে বাগানে কীভাবে এত বোমা জমিয়ে রাখা হয়েছিল, তা অবশ্য শিবপুর থানা সূত্রে জানা যায়নি। পুলিশকর্তারা জানিয়েছেন, কার গাফিলতিতে এমন দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এবেলা
২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি