সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০১:১৫:১৬

ফের কাশ্মিরে ভারতের সেনা ক্যাম্পে হামলা, নিহত ১ সেনা

ফের কাশ্মিরে ভারতের সেনা ক্যাম্পে হামলা, নিহত ১ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : উরি হামলার ঘটনার ১৪ দিনের মধ্যেই জম্মু কাশ্মীরের বারামুলা সেনা ক্যাম্পে জঙ্গি হামলা। হামলায় ভারতের রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান নিহত এবং বিএসএফর দুই জওয়ান আহত হয়েছেনন।

এসময় ভারতীয় সেনার গুলিতে নিহত হয় ২ সন্ত্রাসী। জঙ্গি হামলা নিয়ে রাতেই বিএসএফ-এর ডিজির সঙ্গে কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।  ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা হয় রাজনাথের।

ভারতের সেনা সূত্রের খবর, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ, রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী হামলা বলে অনুমান। দু’তরফে চলে গুলি বিনিময়। হামলা হয় বিএসএফ ক্যাম্পেও। ২ নম্বর গেটের কাছে সেনার গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়। এলাকায় চলছে চিরুনি তল্লাশি। আরও কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার আশঙ্কা। এখনও চলছে গুলির লড়াই।

জানা গিয়েছে, বারামুলা স্টেডিয়াম লাগোয়া, ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। দুটি দলে ভাগ হয়ে হামলা চালায় ৪-৫ জন জঙ্গি। একদল ছিল সেনা ক্যাম্পের মেন গেটের বাইরে। অপর জঙ্গিরা ছিল ক্যাম্পের অন্য দিকে। সেনা ক্যাম্পে ঢোকার জন্য, দু’দিক থেকে তারা এলোপাথারি গ্রেনেড ছুঁড়ছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা কম্যান্ডোরা চ্যালেঞ্জ জানালে দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। মরিয়া চেষ্টা চালালেও, সেনা জওয়ানদের তৎপরতায় জঙ্গিরা শেষ পর্যন্ত ক্যাম্পের ভিতরে ঢুকতে পারেনি।

ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, বারামুলার জাবানপোড়া সেনা ক্যাম্পে এখনও চলছে গুলি বিনিময়। ক্যাম্পের পার্শ্ববর্তী বাড়ি থেকে ক্যাম্প লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে গুলি। হামলায় আহত হন দুই জওয়ান। তাদের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

বারামুলায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলাকালীনই ভারতীয় নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করতে, আখনুর সেক্টরে ভারী গোলা বর্ষণ করে পাকিস্তানি সেনা।

২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে