সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০২:৪৮:০৯

পাকিস্তানের বিরুদ্ধে রাস্তায় নামল বিক্ষুব্ধ পাক অধিকৃত কাশ্মীর

পাকিস্তানের বিরুদ্ধে রাস্তায় নামল বিক্ষুব্ধ পাক অধিকৃত কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। এখানকার কোটলি এলাকা বাসিন্দারা গত কয়েক দিন ধরেই পাক সেনা ও আইএসআই-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। পোস্টার-ব্যানার নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন বহু মানুষ। পাকিস্তানের দখলে থাকা এই অঞ্চলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ফেক এনকাউন্টার প্রতিদিনের ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পা অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরব হন।

কাশ্মীরের জাতীয়তাবাদী নেতা ও অল পার্টিস ন্যাশনাল অ্যালায়্যান্স (আপনা)-র চেয়ারম্যান এবং জম্মু-কাশ্মীর ন্যাশনাল লিবারেশন কনফারেন্সের প্রেসিডেন্ট আরিফ শাহিদকে ২০১৩-র ১৪ মে রাওয়ালপিণ্ডিতে নিজের বাড়ির সামনে খুন হতে হয়। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি সেনার অত্যাচারের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। আজও তাঁর হত্যার তদন্ত সম্পূর্ণ হয়নি। শাহিদকে খুনের ঘটনায় তদন্তের দাবিতে রাস্তায় নেমেছেন কোটলির মানুষ।

ঘন ঘন স্লোগান উঠছে 'কাশ্মিরী জহ্লাদ ফিরে যাও,' 'আইএসআই-এর থেকে কুকুরও ভাল।' সঙ্গে রয়েছে প্ল্যাকার্ড। পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদের অল পার্টি ন্যাশনাল অ্যালায়েন্সের মতে গত দু-বছরে এখানে ১০০-রও বেশি স্বাধীনতাকামী আন্দোলনকারীকে নির্বিচারে খুন করা হয়েছে।-এই সময়

০৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে