সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৩:২৪:৪২

‘ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি’

‘ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি’

আন্তর্জাতিক ডেস্ক: ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি। কোনো দেশের অংশ পাওয়ার জন্য ভারত ক্ষুধার্তও নয়। বরং অন্যের জন্য চরম আত্মত্যাগের নজির রয়েছে এ দেশের। সার্জিকাল স্ট্রাইক নিয়ে যখন তোলপাড় গোটা বিশ্ব, তখন এভাবেই নিজেদের স্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল রবিবার প্রবাসী ভারতীয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, ‘এই দেশ কখনো কোনো দেশের জমি পাওয়ার জন্য ক্ষুধার্ত নয়। আমরা কখনো অন্য কোনো দেশে আক্রমণ চালাইনি। আমরা হলাম এমন একটা রাষ্ট্র, যারা অন্য দেশের জন্য নিজেদের জীবন দিয়েছে। দুই বিশ্বযুদ্ধে অন্য রাষ্ট্রের জন্য প্রাণ দিয়েছেন প্রায় দেড় লাখ ভারতীয় সৈনিক।’

তবে, মোদির আক্ষেপ, ‘যখনই যে দেশে যাই, তখন ভারতীয় শহিদস্মৃতিফলক দর্শন করি। তবু, এই আত্মত্যাগ আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারেনি।’ ভারত কখনোই অন্য কোনো দেশের রাজনীতিতে নাক গলানো বা সেখানে নিজেদের ক্ষমতাপ্রয়োগের ব্যাপারে উত্‍‌সাহী নয় বলেও মত পোষণ করেন মোদি।-এই সময়

০৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে