সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৪:১১:৪১

পাকিস্তানকে রুখতে এই যুদ্ধবিমান কিনবে ভারত

পাকিস্তানকে রুখতে এই যুদ্ধবিমান কিনবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকে জঙ্গি দমন করতে ভারতীয় সেনা পাকিস্তানি সেনাবাহিনীর সাহায্য চেয়েছিল। কিন্তু ভারতীয় সেনাকে সাহায্য না করে উলটে জঙ্গিদেরই বাঁচাতে যায় এবং পর্যুদস্ত হয় ভারতীয় সেনার হাতে।

এর পরেও ভারতকে পরমাণু অস্ত্রের হুমকি দেয় পাকিস্তান এবং তার জন্যে কড়া কথা শুনতে হয় মার্কিন সরকারের কাছ থেকে। এরই মাঝে হঠাৎই সীমান্তের ওপার থেকে উড়ে এসেছে কয়েকটি হুমকি চিঠি লেখা বেলুন।

সব মিলিয়ে পরিস্থিতি এমন যে ভারতের পক্ষে নিশ্চিন্ত হয়ে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। তাই তড়িঘড়ি কেনা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর ঘোষণা করেছেন, ফ্রান্স থেকে যে অত্যাধুনিক রাফালে জেট কেনার কথা ছিল প্রায় দেড় বছর পরে, সেই যুদ্ধবিমানগুলি এখনই কেনা হবে। সম্প্রতি ফ্রান্সের সঙ্গে এই ব্যাপারে ৭.৮৭ বিলিয়ন ইউরোর ডিলটি চূড়ান্ত করা হয়েছে। 

এই রাফালে জেটগুলিতে থাকবে এয়ার-টু-এয়ার মিসাইল যেগুলি প্রায় ১৫০ কিলোমিটার দূরের টার্গেট বিদ্ধ করতে পারবে। অর্থাৎ ভারতীয় বায়ুসেনা, আকাশপথে ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রম না করেই, সীমান্তের এপার থেকে আক্রমণ চালাতে সক্ষম হবে।

এই যুদ্ধবিমানটি ভারতীয় সেনাবাহিনীর দখলে এলে প্রবল শক্তিশালী হবে ভারত কারণ এই মুহূর্তে পাকিস্তানের কাছে যে যুদ্ধবিমানগুলি রয়েছে সেগুলির মিসাইল সবচেয়ে বেশি ৮০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট হিট করতে পারে।

এয়ার-টু-এয়ার মিসাইল ছাড়াও অত্যাধুনিক রাফালে জেট বিমানে থাকবে স্ক্যাল্প নামক একটি এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল যেটি ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট বিদ্ধ করতে সক্ষম। সব মিলিয়ে এই নতুন যুদ্ধবিমান হবে ভারতীয় সেনার একটি প্রধান হাতিয়ার। তাই একেবারেই আর দেরি করতে রাজি নয় প্রতিরক্ষা দফতর।-এবেলা

০৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে